বিক্রি না করে ওএমএসের ৭৫০ কেজি চাল মজুত

শরীয়তপুর সদরের পৌর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ওএমএসের ১৫ বস্তা চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২০ নভেম্বর) উপজেলার আঙ্গারিয়া বাজারে (ওএমএস) ডিলার মো. ইয়াকুব হোসেনের দোকানে এ অভিযান চালানো হয়। 

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ডিলারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। তদন্তের মাধ্যমে ডিলারশিপ বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র। 

ইউএনও বলেন, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ওপেন মার্কেট সেল (ওএমএস)। সদর উপজেলায় ওএমএসের ডিলার রয়েছে ১০ জন। আজ এক অভিযোগের ভিত্তিতে আঙ্গারিয়া বাজারে (ওএমএস) ডিলার মো. ইয়াকুব হোসেনের দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১৫ বস্তা (৭৫০ কেজি) চাল জব্দ করা হয়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ চাল খাদ্যগুদামে পাঠানো হয়।