পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালানো ছাত্রের লাশ উদ্ধার

টাঙ্গাইলের দেলদুয়ারে কচুরিপানার নিচ থেকে শাকিল মিয়া (১৪) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সকালে দেলদুয়ার সরকারি সৈয়দ মহাব্বত আলী ডিগ্রি কলেজের পশ্চিম পাশের ফসলের মাঠ থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

শাকিল উপজেলার বারপাখিয়া গ্রামের বুদ্দু মিয়ার ছেলে। তার মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, শাকিল বাথুলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণি ছাত্র ছিল। লেখাপড়ার পাশাপাশি সে প্রতিবেশীর অটোরিকশা চালাতো। রবিবার বিকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে আর ফেরেনি। সকালে চরপাড়া গ্রামের এক কৃষক তার জমির কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কচুরিপানার স্তূপের নিচে লাশটি দেখতে পান। বিষয়টি পুলিশকে জানালে দেলদুয়ার থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এরপর নিহতের বাবা বুদ্দু মিয়া ছেলের লাশ শনাক্ত করেন।

দেলদুয়ার থানার ওসি নাসিরউদ্দিন মৃধা বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনও এক সময়ে শাকিলকে ধারালো অস্ত্র দিয়ে কেউ কুপিয়ে হত্যা করে লাশ ওই জমিতে ফেলে রাখে।