আড়াইহাজারে সহকর্মীকে হত্যার ঘটনায় নৈশ প্রহরী গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সহকর্মীকে হত্যার অভিযোগে হোসেন আলী (৬০) নামে এক নৈশ প্রহরীকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব -১১। গ্রেফতার হোসেন আলী আড়াইহাজার উপজেলার আগুয়ান্দী এলাকার মৃত আব্দুল গনির ছেলে। 

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে র‌্যাব-১১ এর সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন: সহকর্মীর টর্চ লাইটের আঘাতে প্রাণ গেলো নৈশ প্রহরীর

রিজওয়ান সাঈদ জিকু জানান, ভুক্তভোগী মো. হোসেন (৬০) আড়াইহাজার থানার উচিৎপুর বাজারে নৈশ প্রহরীর দায়িত্বে ছিলেন। তিনি উপজেলার আগুয়ান্দী গ্রামের মৃত. মো. হাসিবের ছেলে। গত ২৩ নভেম্বর ভোরে উচিৎপুর বাজারের রুস্তম আলীর দোকানের সামনে গ্রেফতারকৃত আসামি হোসেন ও ভুক্তভোগী মো. হোসেনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আসামি হোসেন তার হাতে থাকা টর্চলাইট দিয়ে হোসেনকে উপর্যপুরি আঘাত করে হত্যা করেন। হত্যার পর হোসেন কৌশলে আত্মগোপনে চলে যান। 

এ ঘটনায় ভুক্তভোগীর শ্যালক লায়েছ মিয়া বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা করেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণে আড়াইহাজার থানার তদন্ত কর্মকর্তার কাছে হস্থান্তর করা হয়েছে।