চায়ের দোকানে ‘আড্ডা থেকে বিরোধ’, যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় মামুন (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। একই ঘটনায় নূর নবী (২২) নামে আরেক যুবক আহত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) রাতে ফতুল্লার ইসদাইর নুর ডাইংয়ের মাঠে এ ঘটনা ঘটে।

মামুন ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকার বাবুল মিয়ার ছেলে। আহত নূর নবী কোতালেরবাগ হক বাজার এলাকার মান্নানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার স্থানীয় যুবক পাপ্পু গ্রুপের কয়েকজন ইসদাইর নুর ডাইংয়ের সামনের চায়ের দোকানে বসে প্রায়ই আড্ডা দিতেন। একই দোকানে আড্ডা দিতেন মামুন-নূর নবী গ্রুপ। তবে দুই গ্রুপের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে মামুন ও নুর নবীকে মাঠে একা পেয়ে এলোপাতাড়ি কোপায় পাপ্পু ও তার সঙ্গীরা। এক পর্যায়ে মামুন ও নুর নবী দৌড়ে রেল লাইনের কাছে এসে রক্তাক্ত অবস্থায় পড়ে যান। সেখান থেকে স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসক মামুনকে মৃত ঘোষণ করেন। আর নূর নবীকে ঢাকা মেডিক্যাল কলেজ  হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, গুরুতর জখম অবস্থায় দুই জনকে নারায়ণগঞ্জ তিনশ শয্যা খানপুর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা৷ সেখানে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷ আহত অপর জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা হবে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।