ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে তল্লাশি, আটক ৬

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে তল্লাশি চালিয়ে ছয় জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ ডিসেম্বর) সকালে মহাসড়কের সিদ্ধিরগঞ্জ মৌচাক এলাকার চেকপোস্টে তল্লাশি করে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় পাওয়া যায়নি। 

দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘সকাল থেকে তল্লাশি চালিয়ে কয়েক দফায় ছয় জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় আটক করা হয়।’

আরও পড়ুন: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ, চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি

আটককৃতরা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কিনা—জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘তারা বিএনপির রাজনীতিতে যুক্ত কিনা, সে বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাছাই করে পরে বলা সম্ভব হবে।’

আরও পড়ুন: নারায়ণগঞ্জে লঞ্চ চলাচলও বন্ধ

রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার সকাল থেকে কোনও বাস ঢাকার দিকে ছেড়ে যায়নি। মোড়ে মোড়ে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও গাড়ির দেখা মিলছে না। নারায়ণগঞ্জ থেকে সবগুলো রুটে লঞ্চ চলাচলও বন্ধ রয়েছে। তাই বাধ্য হয়ে হেঁটে ও অন্যান্য বিকল্প যানে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন সাধারণ মানুষ।

নারায়ণগঞ্জ জেলা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ। সকাল থেকেই নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী বাস, ব্যক্তিগত গাড়ি, পিকআপভ্যান ও অটোরিকশা সাইনবোর্ড মোড়ে থামিয়ে দিচ্ছে। এরপর জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করছে।