X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে লঞ্চ চলাচলও বন্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২২, ১৪:১০আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৪:১৪

রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ থেকে সবগুলো রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় টার্মিনাল ঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

সরেজমিন দেখা গেছে, বেশ কয়েকটি লঞ্চ টার্মিনাল ঘাটে রয়েছে। তবে অন্যদিনের মতো যাত্রী ও লঞ্চ চালকদের আনাগোনা নেই। কারণ লঞ্চ টার্মিনালে পৌঁছানোর প্রবেশমুখে লঞ্চ বন্ধ থাকার কথা যাত্রীদের অবহিত করা হচ্ছে। এরপর অনেক যাত্রীকে ফিরে যেতে দেখা যায়।

যাত্রী আলাল মিয়া তার মাকে নিয়ে দুপুরে ঘাটে আসেন। তবে লঞ্চ বন্ধ থাকায় ফিরে যাচ্ছেন। তিনি বলেন, ‘মাকে নিয়ে গ্রামের বাড়ি শরীয়তপুর যেতে চেয়েছিলাম। কিন্তু লঞ্চ বন্ধ থাকায় এখন ফিরে যেতে হচ্ছে। লঞ্চ কেন বন্ধ করলো বুঝতে পারছি না। সড়ক পথে বাস চলাচল বন্ধ রয়েছে এ কারণে আজকে যাওয়া হবে না।’

লঞ্চ বন্ধ থাকায় ফিরে যাচ্ছেন যাত্রীরা

এদিকে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার সকাল থেকে কোনও বাস ঢাকার দিকে ছেড়ে যায়নি। মোড়ে মোড়ে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও গাড়ির দেখা মিলছে না। তাই বাধ্য হয়ে হেঁটে ও অন্যান্য বিকল্প যানে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ, চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি

লঞ্চ টার্মিনাল সূত্রে জানা গেছে, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ থেকে চলাচলকারী পাঁচটি রুটের ৪৪টি লঞ্চ রয়েছে।

সূত্র বলছে, এসব রুট দিয়ে বিএনপির নেতাকর্মীরা নারায়ণগঞ্জে জড়ো হয়ে ঢাকায় প্রবেশ করতে পারে। এই আশঙ্কা থেকেই বন্ধ রাখা হয়েছে নৌযান চলাচল।

এ বিষয়ে বাংলাদেশ নৌ পরিবহন (যাত্রী) সংস্থা নারায়ণগঞ্জ জোনের সভাপতি বদিউজ্জামান বাদল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লঞ্চে যাত্রী নেই। এ কারণে অনেক লঞ্চ বন্ধ রয়েছে। যাত্রী না থাকার ফলে খরচ ওঠে না।’

বন্ধ লঞ্চ চলাচল

তিনি আরও বলেন, ‘লঞ্চ বন্ধ রাখার বিষয়ে আমাদের কোনও নির্দেশনা দেওয়া হয় নেই। যাত্রী না থাকায় লঞ্চগুলো এমনিতেই বন্ধ হয়ে গেছে। আবার যাত্রী পেলে চলাচল করবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক (নৌ-নিরাপত্তা ওট্রাফিক) বাবু লাল বৈদ্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের পক্ষ থেকে লঞ্চ চলাচল বন্ধ করা হয়নি। লঞ্চে যাত্রী সংখ্যা অনেক কমেছে। যাত্রী সংকটের ফলে লঞ্চ চলাচল বন্ধ হলে তা আমাদের দেখার বিষয় না।’

/এসএইচ/
সম্পর্কিত
সদরঘাটে এক লঞ্চকে অর্থদণ্ড, ৫টির রশি জব্দ
সদরঘাটে পাঁচ যাত্রীর মৃত্যু: ৫ জন রিমান্ডে
সদরঘাটে নিহত ৫দুটি লঞ্চের রুট পারমিট স্থগিত, আটক ৫
সর্বশেষ খবর
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন