ফরিদপুরে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে নাঈম ফকিরকে (১৯) গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভোরে সাভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পর বিকালে ফরিদপুর র‍্যাব ক্যাম্পে আনা হয়।

বিকালে ফরিদপুর র‍্যাব-৮ ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. শহিদুল ইসলাম।

আরও পড়ুন: ছেলের হাতে বাবা খুন

তিনি বলেন, গত ১০ ডিসেম্বর রাত ৮টার দিকে ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর সদরদী গ্রামের বাসিন্দা কিবরিয়া ফকিরকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার ছেলে নাঈম ফকির। হত্যাকাণ্ডের পর থেকেই নাঈম আত্মগোপন চলে যায়। তাকে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা বাড়ায় ফরিদপুর র‍্যাব ক্যাম্পের সদস্যরা। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে সাভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নাঈম ফকিরকে গ্রেফতার করা হয়। তাকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হবে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া জানান, এ ঘটনায় ১২ ডিসেম্বর কিবরিয়া ফকিরের ভাই দেলোয়ার ফকির বাদী হয়ে নাঈমকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। বাবাকে কুপিয়ে হত্যার পর থেকেই নাঈম পলাতক ছিল। সাভার থেকে তাকে গ্রেফতার করেছে র‍্যাবের একটি দল। বুধবার (১৪ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।