কবরস্থানের ওপর দিয়ে সেচ প্রকল্পের পাইপ স্থাপন, এলাকাবাসীর ক্ষোভ

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কবরস্থানের ওপর দিয়ে বিএডিসি সেচ প্রকল্পের পাইপ স্থাপন করা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

জানা গেছে, উপজেলার কাইচাইল ইউনিয়নের পাঁচ কাইচাইল গ্রামে অবস্থিত (পাঁচ কাইচাইল ও মাঝিকান্দা) পার্শ্ববর্তী দুই গ্রামের ব্যবহৃত কবরস্থানের ওপর দিয়ে পাইপটি স্থাপন করা হয়েছে, যা জরুরি ভিত্তিতে স্থানান্তরের দাবি জানিয়েছেন গ্রামবাসী। 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন আগে থেকেই এই সেচ প্রকল্পের ড্রেনটি কবরস্থানের সীমানা ঘেঁষে ব্যবহৃত হতো। কিন্তু হঠাৎ করে আগের জায়গা বাদ দিয়ে কবরস্থানের ভেতর দিয়ে পাইপ স্থাপন করে গেছে সেচ প্রকল্পের লোকজন। এতে কবরস্থানটি ব্যবহারে এলাকাবাসীর অনেক সমস্যা হবে।

কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. এসকেন্দার আলী শেখ বলেন, ‌‘আমাদের কাছে না শুনেই প্রকল্পের লোকজন কাজটি করেছে। পাইপটি কবরস্থান বাদে অন্য জায়গা দিয়ে নিলে আমাদের কোনও সমস্যা নেই।’

Faridpur-2

প্রকল্প সংশ্লিষ্ট স্থানীয় নুরু মুন্সী বলেন, ‘যে জায়গা দিয়ে পাইপ স্থাপন করা হয়েছে সেই জায়গাটি কবরস্থানের নয়। জমির মালিক জায়গাটি অনেক আগে কবরস্থানের কাছে বিক্রি করলেও কবরস্থান কর্তৃপক্ষ টাকা দিতে ব্যর্থ হয়েছে। তাই জমিটি এখন তাদের নয়।’

বিএডিসি সেচ প্রকল্পের প্রকৌশলী ইকরামুল হক বলেন, ‘আগের জায়গা দিয়ে সেচ প্রকল্পের পাইপ স্থাপন করা কষ্টসাধ্য ব্যাপার। তবে এ পাইপে কবরস্থানের কোনও সমস্যা হবে না।’

কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খাঁন বলেন, ‘বিষয়টি স্থানীয়রা আমাকে অবগত করেছেন। গ্রামবাসীর সঙ্গে কথা বলে সমস্যাটি সমাধানের চেষ্টা করছি।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক বলেন, ‘সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের ব্যবস্থা করা হবে।’