মহাসড়কে ডাকাতি ও ছিনতাই করতো তারা

গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ ১০ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ ডিসেম্বর) রাতে টঙ্গীর আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মাহবুব উজ্জামান। বিকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলো—ফেনীর কবিরহাট উপজেলার সারেংবাড়ি গ্রামের আলী আকবরের ছেলে শুভ (২২), বাউফল উপজেলার কালাইয়া গ্রামের বেলালের ছেলে জাকারিয়া হাসান বসুরী (২২), পূবাইল থানার মার্কুয়া এলাকার ইউনুছ আলী মাসুদের ছেলে মেহেদী হাসান জনি (২৮), ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দরি চারবাড়িয়া গ্রামের শহিদ মিয়ার ছেলে রায়হানুল ইসলাম রিয়াদ (২৬), টঙ্গী পূর্ব থানার আমতলী এলাকার আব্দুল হামিদের ছেলে সুরুজ (২১), পাংশা উপজেলার কালিহাট গ্রামের আফজালের ছেলে তুহিন (২০), নান্দাইল উপজেলার হাসিমপুর গ্রামের শহীদের ছেলে শুভ (১৯), জামালপুর সদরের নুরুন্দী বেপারিপাড়া গ্রামের গুলজার হোসেনের ছেলে রমজান (১৯), ঝিনাইগাতী উপজেলার পূর্ব গজারিকুড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে শামীম (৩০) এবং টঙ্গী পূর্ব থানার ইটাহাটা এলাকার কামাল ভেন্ডারের ছেলে শফিকুল ইসলাম ফয়সাল (৩০)।

টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ‘আমতলী এলাকায় কয়েক যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে অভিযান চালায় পুলিশ। এ সময় ১০ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে রামদা, চাপাতি ও ছুরি উদ্ধার করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে দীর্ঘদিন ধরে টঙ্গীর স্টেশন রোড, নতুন বাজার এবং টঙ্গী বাজারসহ মহাসড়কে ডাকাতি করতো। সেইসঙ্গে সড়কে চালাচলকারীদের অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল, টাকা, স্বর্ণালঙ্কার ছিনতাই করে নিতো। তাদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’