ড্রাম বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইলের সখিপুরে থিনার (দাহ্য পদার্থ) ভর্তি ড্রাম বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আলামিন নামে একজনের মৃত্যু হয়।

এর আগে শনিবার (১৭ ডিসেম্বর) বিকালে সখিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের এতিমখানা রোডের এসএম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এ ঘটনা ঘটে। সেদিন ইয়াকুব রাজু নামের অপর শ্রমিকের মৃত্যু হয়। তখনয় আতিকুল (৪০) ও সবুজ (২৬) নামের আরও দুই শ্রমিক আহত হন।

মারা যাওয়া শ্রমিকেরা হলেন- সখীপুর উপজেলার বগাপ্রতিমা গ্রামের তাহের আলীর ছেলে ইয়াকুব রাজু (৩২) ও ফুলবাড়িয়া উপজেলার দুলাল মিয়ার ছেলে আলামিন (১৮)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার বিকালে আতিকুল ও আল আমিন থিনারভর্তি ওই ড্রামটি খোলার জন্য এতিমখানা রোডের এসএম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে নিয়ে যান। ওয়ার্কশপের কর্মচারী ইয়াকুব রাজু ড্রামটি খুলতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়। এ সময় তার শরীরের বিভিন্ন অঙ্গ ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লোকজন গিয়ে লাশ উদ্ধার করে।

সখিপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ঘটনার দিন এক শ্রমিকের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি।