শরীয়তপুরের দুই ইউনিয়নের নির্বাচনে জয় পেলেন যারা

কোনও সহিংসতা ছাড়াই শরীয়তপুরের জাজিরা ও ডামুড্যা উপজেলায় দুই ইউনিয়নে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই দুই ইউনিয়ন  ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলে। পরে গণনা শেষে রাতে ফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তারা।

জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নে চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে তিন হাজার ৩০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবদুল জলিল মাতবর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম সেলিম শিকদার ঘোড়া প্রতীকে দুই হাজার ৬৭৭ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। এ ছাড়া আনারস প্রতীকে ১৭১১ ভোট পেয়ে বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদার তৃতীয়, টেবিলফ্যান প্রতীকে ১১৫৬ ভোট পেয়ে সোহেল সরদার চতুর্থ ও মোটরসাইকেল প্রতীকে ৪২৩ ভোট পেয়ে এফ এম লোকমান হোসেন পঞ্চম হয়েছেন।

এ ছাড়া ডামুড্যা উপজেলায় পূর্ব ডামুড্যা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে উপনির্বাচনে দেওয়ান মো. আবুল কালাম আজাদ ফুলবল প্রতীকে ৭১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরহাদ হোসেন মোরগ প্রতীকে ৬৬৩ ভোট পান।

ডামুড্যা উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসিবা খান ফল ঘোষণা শেষে বলেন, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীরা তাদের ফল মেনে নিয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। নির্বাচন সুষ্ঠু করতে আনসার, পুলিশ, র‍্যাব, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রগুলোতে ছিল। শান্তিপূর্ণ ও সুন্দরভাবে ভোটগ্রহণ হয়েছে।