শরীয়তপুরের জাজিরায় দুই গ্রুপের সংঘর্ষে ফিল্মি স্টাইলে বোমা বিস্ফোরণের ঘটনার প্রধান আসামি কুদ্দুস বেপারী ওরফে বোমা কুদ্দুসকে গ্রেফতার করেছে র্যাব-৮। কুদ্দুস জাজিরার মুলাই বেপারিকান্দী গ্রামের গনি বেপারীর ছেলে।
রবিবার (৬ এপ্রিল) বিকালে বরিশাল র্যাব-৮ সদরদফতরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ বলেন, জাজিরার বিলাসপুর ইউনিয়ন পরিষদের গত নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী কুদ্দুস বেপারী ও পরাজিত জলিল মাতবরের সমর্থকদের মধ্যে শনিবার (৫ এপ্রিল) সকালে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে কাজিয়ারচর গ্রামের জসিম ইঞ্জিনিয়ারের বাড়ির সামনে উভয়পক্ষ বোমা নিয়ে একে অপরের ওপর নিক্ষেপ করে। এর কিছুক্ষণ পর মুলাই বেপারীকান্দি গ্রামে ফসলের মাঠে পুনরায় উভয় গ্রুপ বালতিতে বোমা নিয়ে একে অপরের ওপর নিক্ষেপ করায় একজনের কবজি থেকে হাত বিচ্ছিন্ন হয় এবং উভয় পক্ষের ১৫ জন আহত হয়।
তিনি বলেন, পরে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় মামলা হলে রবিবার সকালে র্যাব-৮ এর মাদারীপুর ইউনিট এবং র্যাব-৩ যৌথ অভিযান চালিয়ে ঢাকার শাহজাহানপুরের মুমিনবাগ এলাকা থেকে বোমা কুদ্দুসকে গ্রেফতার করে। ওই নির্বাচনের পর থেকেই এ দুটি গ্রুপের সমর্থকরা একাধিকবার সংঘর্ষে জড়িয়ে পড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছে।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, কুদ্দুসের বিরুদ্ধে জাজিরা থানায় ১৯টি এবং ঢাকা মহানগরের বিমানবন্দর ও ভাটারা থানায় একটি করে মামলা রয়েছে। কিছুদিন আগে কুদ্দুস জেল থেকে বের হয়। কারাগারে রয়েছে জলিল মাতবর। এ ঘটনায় জাজিরা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ওই মামলায় মোট আট জনকে গ্রেফতার করা হলো।