আলফাডাঙ্গায় নারিকেল গাছের কাছে নৌকা পরাজয়

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আলী আকসাদ ঝন্টু। তিনি নারিকেল গাছ প্রতীকে চার হাজার ৯৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র সাইফুর রহমান তিন হাজার ৬৬০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। এ ছাড়া জগ প্রতীকে এ কে এম আহাদুল হাসান পেয়েছেন দুই হাজার ৯৬ ভোট ও মাহাবুব হোসেন মোবাইল প্রতীকে পেয়েছেন ১২৯ ভোট।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলা হলরুমে ফল ঘোষণা করেন ফরিদপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান। এর আগে, পৌরসভার ৯টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়। শৈতপ্রবাহ ও ঘন কুয়াশার মধ্যে ভোটারদের কেন্দ্রে এসে ভোট দিতে দেখা যায়।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম আহমাদ জানান, আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আলী আকসাদ ঝন্টু। মোট ভোটার ছিলেন ১৩ হাজার ৮৪৯ জন। ৪২টি বুথে ভোটগ্রহণ করা হয়। মেয়র পদে চার জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৪ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।