প্রধানমন্ত্রীর সঙ্গে কাদের সিদ্দিকীর দেখা করা নিয়ে যা বললেন কৃষিমন্ত্রী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বঙ্গবীর কাদের সিদ্দিকী একজন রাজনৈতিক নেতা ও একজন মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন। দেখা করার অর্থ এই নয় যে তিনি কালই আওয়ামী লীগে চলে আসবেন বা আওয়ামী লীগ করবেন। এটা রাজনৈতিক কৌশল।’

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম পুনরায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘দুঃখজনক হলেও সত্য বিএনপি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামায়াত, রাজাকার, আল-বদরদের নিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা বলেছিল, গত ১০ ডিসেম্বর সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনা করবে। এতে তারা ব্যর্থ হয়েছে। ৩০ তারিখে গণমিছিল করবে। এতেও তারা ব্যর্থ হবে। প্রধানমন্ত্রীর দয়ায় খালেদা জিয়া জেলখানা থেকে নিজ বাড়িতে রয়েছেন।’

সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুর রাজ্জাক প্রধান অতিথির বক্তব্য রাখেন। বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়র রহমান গাউছের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জোয়াহেরুল ইসলাম, গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনির, জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুভাস চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আমিন শরিফ সুপন, বাসাইল পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক অনুষ্ঠান সঞ্চালনা করেন।