মেট্রোরেলের আদলে বাণিজ্য মেলার ফটক, প্রস্তুতি সম্পন্ন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসরকে কেন্দ্র করে শেষ সময়ের প্রস্তুতি চলছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। উপজেলার পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে মেলার আয়োজন করা হয়েছে। আগামী ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হয়ে মেলার উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এবারের আসরে আগের তুলনায় মেলায় স্টলের সংখ্যা বেড়েছে।

মেলার প্রবেশদ্বারে মেট্রোরেলের আদলে দুটি গেট তৈরি করা হয়েছে। মেলায় স্টলের কাজ সম্পন্ন হয়েছে। তবে শেষ সময়ে আলোকসজ্জার কাজ চলছে। এ ছাড়া নানা বিষয়ে তদারকি করে সর্বশেষ প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

গত বছরের তুলনায় এ বছর মেলায় স্টলের সংখ্যা বেড়েছে। মেলার আয়োজক সূত্রে জানা গেছে, এবারের আসরে মেলায় দেশি-বিদেশি ৩৩১টি মেলার স্টল বসছে, যা গত বছরে ছিল ২২৫টি। মূলত করোনাসহ নানা কারণে গত বছর স্বল্প পরিসরে মেলার আয়োজন করা হয়েছিল। তবে এবার সেই তুলনায় বড় পরিসরে আয়োজন করা হয়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। মেলায় ১৪ হাজার ৩৬৬ বর্গমিটার আয়তনের দুটি হল রুম ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন রয়েছে। এ ছাড়া শিশুদের জন্য আলাদা একটি মিনি পার্কের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া নিরাপত্তাব্যবস্থার কথা চিন্তা করে ৩১৯টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

মেলায় স্টল নির্মাণ করতে আসা আনন্দ মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ম্যানেজার চৈতন্য দাস বলেন, ‘ছোট-বড় মিলিয়ে ১৫টি স্টল নির্মাণের কাজ করেছি। গত ২৮ নভেম্বর থেকে ১৬ জন শ্রমিক দিন-রাত কাজ করেছে। শেষ সময়ে আলোকসজ্জাসহ সার্বিক বিষয় চেক করা হচ্ছে।’

চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

ঢাকা থেকে এসেছেন কাঠ ও রংমিস্ত্রি শামিম। তিনি বলেন, ‘সকাল ৮টা থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেছি। অবশেষে কাজ সম্পন্ন করতে পেরে ভালো লাগছে। তবে এখনও সাজসজ্জার টুকিটাকি কাজ রয়েছে। সেগুলো দেখছি।’

এদিকে মেলার স্টল মালিকরা বলছেন, ‘গত বছর যানজটের ফলে দর্শনার্থীরা বিপাকে পড়েছিল। এ বছর এশিয়ান হাইওয়ের নির্মাণকাজ শুরু হয়েছে। ফলে যানজটের শঙ্কা বেড়েছে। এটা একটা সমস্যার বড় কারণ হতে পারে।’

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ও বাণিজ্য মেলার পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, ‘মেলার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এবারের আসরে মেলায় স্টলের সংখ্যা বেড়েছে। এ ছাড়া যানজট নিয়ে ট্রাফিক পুুলিশ নানা পদক্ষেপ গ্রহণ করেছে। আশা করা যাচ্ছে যানজটের সমস্যা হবে না।’

এসব বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, এ বিষয়ে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেলায় কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। এরমধ্যে পিকেট ডিউটি, ফুট ফেক্টর, সড়কে মোবাইল ডিউটি, মেইন রাস্তায় চুরি-ছিনতাই রোধ করার জন্য প্যাসিফিক ডিউটি, ট্রাফিক ডিউটি, সাদা পোশাকে তথ্য কালেকশনের জন্য ডিউটি ও গোয়েন্দা ডিউটি থাকবে।’

যানজটের নানা অভিযোগ উঠেছে। মেলাকে ঘিরে যানজটের পরিমাণ বাড়বে বলে জানা গেছে। এ বিষয়ে আবির হোসেন বলেন, ‘যানবাহন স্বাভাবিকভাবে চলাচলের জন্য যথাযথ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আশা করছি বিড়ম্বনায় পড়তে হবে না।’