স্কুলছাত্রী জেসি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

মুন্সিগঞ্জে স্কুলছাত্রী জেসিকা মাহমুদ জেসিকে (১৬) হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সহপাঠী ও স্বজনরা।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) বিকাল ৩টার দিকে মুন্সিগঞ্জ শহরের আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন সরকারি বালিকা বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন জেসির সহপাঠীরা। পরে মিছিলে যোগ দেন জেসির স্বজনরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এরপর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে হত্যার বিচার চান তারা।

মানববন্ধনে জেসি হত্যার বিচার চেয়ে বড় ভাই জিদান মাহমুদ বলেন, ‘জেসি হত্যায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই। সেইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চাই আমরা।’

মানববন্ধনে জেসির সহপাঠী ও স্বজনসহ শতাধিক ব্যক্তিবর্গ অংশ নেন। 

প্রসঙ্গত, ত্রিভুজ প্রেমের জেরে হত্যাকাণ্ডের শিকার হয় স্কুলছাত্রী জেসিকা মাহমুদ জেসি। তার প্রেমিক বিজয় রহমান (২২) ও বিজয়ের আরেক প্রেমিকা আদিবা আক্তার (১৯) মিলে জেসিকে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় বুধবার (০৪ জানুয়ারি) বিকালে আদিবাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আদিবা মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য জাহিদুল ইসলামের মেয়ে। অভিযুক্ত বিজয় রহমান মুন্সিগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য আরিফুর রহমানের ছেলে।

আরও পড়ুন: দুই তরুণীর সঙ্গে প্রেম বিজয়ের, বাসায় ডেকে এক প্রেমিকাকে ‘হত্যা’

হত্যাকাণ্ডের ঘটনায় বিজয় ও আদিবার নাম উল্লেখ করে ও অজ্ঞাত দুই-তিন জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন জেসির বড় ভাই জিদান মাহমুদ। নিহত জেসি শহরের কোর্টগাঁও এলাকার সৌদিপ্রবাসী সেলিম মাহমুদের মেয়ে। এ বছর স্থানীয় আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল জেসির। শহরের কোর্টগাঁওয়ে মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতো জেসি।