শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

মানিকগঞ্জের সিংগাইরে শীত নিবারণে করতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে স্থানীয় এক সাংবাদিকের বড় বোন কমলা বেগমের (৮৫) মৃত্যু হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সিংগাইর পৌরসভার আজিমপুর এলাকায় এই ঘটনা ঘটে। ওই নারী ওই এলাকার মৃত গোপাল খাঁর স্ত্রী ও স্থানীয় সাংবাদিক  ফজলুল হক ফজলুর বড় বোন।

সাংবাদিক ফজলুল হক জানান, সন্ধ্যায় তীব্র শীতের মধ্যে তার বোন ঘরের ভেতর আগুন পোহাচ্ছিলেন। এ সময় তার মেয়ে বসিরন বেগম বাজারে মোবাইল ফোনে টাকা রির্চাজ করতে যায়। কিছুক্ষণ পর ফিরে দেখে, তার মা বাড়ির উঠানের এক কোণে দগ্ধ হয়ে পড়ে আছে। পরে মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন।

তিনি আরও জানান, তার বোন বয়স্ক মানুষ। লোকজনের সামনে যেতে না। ধারণা করা হচ্ছে, আগুন পোহানোর সময় তার পরনের কাপড়ের আচলে আগুন ধরেছিল। ভয়ে হয়তো তিনি দৌড়ে ঘরের বাইরে বের হয়েছিলেন। দৌড়ানোর কারণেই হয়তো সারা শরীরে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। বাড়িটির চারপাশেই বেড়া থাকায় বিষয়টি কারও নজরেও আসেনি। রাত ১০টায় নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা জানান, কাপড়ে আগুন লেগে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।