X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ মে ২০২৫, ১৯:৩৭আপডেট : ১১ মে ২০২৫, ২৩:০৮

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও আখাউড়ায় পৃথক স্থানে বজ্রাঘাতে কৃষকসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। রবিবার (১১ মে) বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে এসব বজ্রাঘাতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চার জনের নাম-পরিচয় জানা গেছে। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের পর থেকে আকাশ ঘন কালো হয়ে হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টিপাত শুরু হয়। সেই সঙ্গে বিজলিসহ বজ্রাঘাত শুরু হয়। ধান কাটার মৌসুম হওয়ায় কৃষকরা জমিতে ধান কাটছিলেন। এ সময় নাসিরনগর সদর ইউনিয়নের টেকানগর গ্রামে ধান কাটার সময় বজ্রাঘাতে শ্রমিক আব্দুর রাজ্জাক (৩৫) মারা যান।

এর অল্প সময়ে পর গোকর্ণ ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় বজ্রাঘাতে অপর এক ব্যক্তির মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। পাশাপাশি নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে এসে বিকালে শিশুদের সঙ্গে মাঠে খেলা করার সময় বজ্রাঘাতে শিশু জাকিয়ার (৭) মৃত্যু হয়।

নাসিরনগর থানার ওসি খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে পর থেকে আকাশে কালো মেঘের ফেলার কারণে অন্ধকার নেমে আসছিল। পরে হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টি হচ্ছিল। আকাশেও বেশ বিজলি চমকাচ্ছিল। এর মধ্যে আমাদের কাছে খবর আসে পৃথক দুটি স্থানে বজ্রাঘাতে তিন জন মারা গেছেন। খবর পেয়ে সেসব স্থানে পুলিশ পাঠানো হয়েছে।

তিনি জানান, যেহেতু বজ্রাঘাতের ঘটনা, এ ক্ষেত্রে ময়নাতদন্তের বিষয়টি তেমন গুরুত্ব বহন করে না। থানায় অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত হবে।

এদিকে একই সময়ে আখাউড়ায় বজ্রাঘাতে শেখ সেলিম মিয়া (৬০) ও জামির খাঁ (২২) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার বিকালে নিজ জমিতে খড় গোছানোর সময় আকস্মিক বজ্রাঘাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় শেখ সেলিম মিয়ার।

অপরদিকে উপজেলার বনগজ এলাকায় ধান ভাঙানোর মেশিন নিয়ে বাড়িতে ফেরার পথে মৃত্যু হয় জমির খাঁর। এই ঘটনায় পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন বজ্রাঘাতে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
টিএসসির কোলাহলের পাশেই নিজ রিকশায় চিরনিদ্রায় চালক
আরও ১৩ জনের করোনা শনাক্ত
রাহিব রেজার মৃত্যু: ডা. সপ্নীলসহ আরও ২ চিকিৎসকের সনদ স্থগিতের বিজ্ঞপ্তি 
সর্বশেষ খবর
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক