প্রতিবেশীর ‌‘চামচের আঘাতে’ একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পূর্ব বিরোধের জেরে প্রতিবেশীর ‘চামচের আঘাতে’ হাবিব মিয়া (৪৩) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গহরদী এলাকায় এই ঘটনা ঘটে।

হাবিব মিয়া গহরদী এলাকার মৃত হাকিম মিয়ার ছেলে। এ ঘটনায় তার স্ত্রী সেলিনা বেগম রাতে আড়াইহাজার থানায় একটি মামলা রেছেন।

আসামিরা হলেন—গহরদী এলাকার হান্নান মিয়া কাজী, তার স্ত্রী জোছনা বেগম, তাদের বড় ছেলে সোহাগ ও ছোট ছেলে মো. সুমন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, হাবিব মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে তার বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী ও উল্লেখিত আসামিদের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার বিকালে ময়লা পানি নিষ্কাশন নিয়ে প্রতেবেশী হান্নান মিয়া ও তার পরিবারের সদস্যদের সঙ্গে হাবিবের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে হান্নান মিয়া তাকে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি মারধর করতে থাকেন। এক পর্যায়ে হান্নানের স্ত্রী জোছনা বেগম লোহার বড় চামচ দিয়ে হাবিবের মাথায় আঘাত করেন। এতে তিন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বাংলা ট্রিবিউনকে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।