শ্রীপুরে মোজা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মোজা তৈরির কারখানায় আগুন লেগেছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ধলাদিয়া গ্রামের গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামের ওই কারখানায় আগুন লাগে। আড়াই ঘণ্টার চেষ্টায় বিকাল ৩টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। 

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক (ডিএডি) আব্দুল আল আরেফিন জানান, মোজা তৈরির কারখানায় দুপুর সাড়ে ১২টায় আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর, কাপাসিয়া ও গাজীপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, চারতলা ভবনের ওই কারখানার ভেতরে পর্যাপ্ত অয়েল ও কেমিক্যাল ছিল। মোজা তৈরির কারখানায় সিনথেটিক জাতীয় পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভেতরে পর্যাপ্ত ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। ওই কারখানার পাশের অপর একটি ভবন ছিল। আমরা চেষ্টা করেছি আগুন যাতে পাশের ভবনে না ছড়িয়ে পড়তে পারে। এতে আমরা সফল হয়েছি। এখন আগুন ছড়ানোর কোনও সুযোগ নেই এবং ড্যাম্পিংয়ের কাজ চলছে। কিছুক্ষণের মধ্যে আগুন শিগগিরই নির্বাপণ করতে পারবো। কারখানায় তেমন পানি মজুত না থাকায় বাইরে থেকে আমাদের পানি সরবরাহ করতে হয়েছে। পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।