আ.লীগের শেকড় জনগণের গভীরে, হুমকি ভয় পায় না: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আমাদের শক্তি দেশের উন্নয়ন। আমাদের শক্তি এ দেশের জনগণ। আওয়ামী লীগের শেকড় জনগণের গভীরে। কোনও হুমকিকে আওয়ামী লীগ ভয় পায় না।’

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি এর আগেও আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে। এবারও আন্দোলন করছে। একবার দেয় ১০ দফা। আরেকবার দেয় ২৭ দফা। তারা বলেছিল, ১০ ডিসেম্বর থেকে খালেদা জিয়ার নেতৃত্বে দেশ চলবে। আল্লাহর রহমতে এখনও শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। বিএনপির কোনও আন্দোলনই সফল হবে না। জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সব আন্দোলন মোকাবিলা করবে।’

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু নিজের টাকায় হবে। বহু মানুষ বলেছে, পদ্মা সেতু হবে না। খালেদা জিয়া বলেছেন, পদ্মা সেতু ভেঙে পড়বে। খালেদা জিয়া কেন বিএনপির সব লোকজন পদ্মা সেতু দিয়ে পার হলেও পদ্মা সেতু ভেঙে পড়বে না। এখন পদ্মা সেতু থেকে প্রতিদিন কোটি কোটি টাকা আয় হচ্ছে।’ 

উপজেলার বোকারবাইদ এইচ বি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন আউশনারা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, ইয়াকুব আলী প্রমুখ।