ভাই-ভাতিজার মারধরে ঘটনাস্থলেই প্রাণ গেলো এক ব্যক্তির

মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মানিক মোল্লা (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাইয়ের বিরুদ্ধে। সিংগাইর উপজেলার ধল্ল্যা ইউনিয়নের ফোর্ডনগর এলাকা থেকে বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মানিক মোল্লা ওই এলাকার মৃত খালেক মোল্লার ছেলে। তিনি পেশায় কৃষি কাজ করতেন।

জানা গেছে, বুধবার সকালে বাড়ির সীমানা ঘেঁষে শৌচাগার নির্মাণের কাজ করছিলেন মানিক মোল্লা। এ সময় তার বড় ভাই খুশি মোল্লা ও ছোট ভাই সফি মোল্লা এবং ভাতিজা হাসান মোল্লা এসে কাজে বাধা দিলে বাগবিতণ্ডা হয়। ভাই ও ভাতিজা ক্ষিপ্ত হয়ে মানিক মোল্লাকে কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে মানিক মোল্লা মাটিতে লুটিয়ে পড়ে গেলে তারা পালিয়ে যান এবং কিছুক্ষণ পর ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহত মানিক মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে খুশি মোল্লা ও সফি মোল্লার জমি নিয়ে বিরোধ চলছিল।