‘ভালোবাসা পেতে হলে জনগণকে মূল্যায়ন করতে হবে জনপ্রতিনিধিদের’

জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে এবং আন্তরিকতার সঙ্গে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বারবার সংসদ সদস্য নির্বাচিত করায় এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘ব্যক্তি স্বার্থে নয়, সারা জীবন হাওরবাসীর উন্নয়নে কাজ করেছি। জনগণের ভালোবাসা পেতে হলে জনগণকে অবহেলা না করে মূল্যায়ন করতে হবে জনপ্রতিনিধিদের।’

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্টজনের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, ‘নির্বাচিত জনপ্রতিনিধিদের মূল কাজ জনগণের কল্যাণে কাজ করা। এজন্য জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক, জেলা ভারপ্রাপ্ত আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

এর আগে মিঠামইনে নির্মাণাধীন আবদুল হামিদ ফাউন্ডেশন, মিঠামইন ও ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি আবদুল হামিদ তিন দিনের সফরে বুধবার বিকালে কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছান। তিনি শুক্রবার ইটনা উপজেলার একটি সুধী সমাবেশে বক্তব্য দেবেন। একই দিন মিঠামইন ক্যান্টনমেন্ট ও আরও কয়েকটি উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন। শুক্রবার সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।