পঞ্চগড়ে আহমাদিয়া সম্প্রদায়ের ওপর হামলা মামলায় শ্রীপুর থেকে যুবক গ্রেফতার

পঞ্চগড়ের আহমাদিয়া সম্প্রদায়ের ওপর হামলার মামলায় আবু তাহের নামে এক যুবকককে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১৭ মার্চ) ভোরে উপজেলার ফরিদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবু তাহের পঞ্চগড়ের সিরাজুল ইসলামের ছেলে। 

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমেদ বলেন, ‘গোপন সংবাদে র‌্যাব জানতে পারে আহমাদিয়া সম্প্রদায়ের ওপর হামলার মামলার এক আসামি শ্রীপুরে অবস্থান করছে। র‌্যাব সদস্যরা শুক্রবার ভোরে ফরিদপুর এলাকায় অভিযান চালায়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মায়ের দোয়া হোটেলের সামনে থেকে তাহেরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার যুবক স্বীকার করেছেন তিনি পঞ্চগড়ের আহমাদিয়া সম্প্রদায়ের অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় জড়িত। ওই ঘটনার পর থেকে তিনি ফরিদপুর গ্রামে আত্মগোপন করে ছিলেন। শুক্রবার সকালে তার বিরুদ্ধে অস্ত্র মামলা দিয়ে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে।’

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, তাহেরকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।