মোটরসাইকেলকে ট্রাকের ধাক্কায় পল্লি চিকিৎসক নিহত

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলকে ট্রাকের ধাক্কায় কামরুজ্জামান ফকির (৩৫) নামে এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। এ সময় জাহিদ (২৮) নামে আরেকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার শেখপুর বাজার সংলগ্ন মির্জারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুজ্জামান মাদারীপুর সদর উপজেলার আদিত্যপুর গ্রামের আবদুর রব ফকিরের ছেলে।

নিহতের মামা শ্বশুর ইমরান হোসেন জানান, ভোরে কামরুজ্জামান তাবলীগ জামাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গী যাওয়ার উদ্দেশে শিবচরের পাঁচ্চর বাসস্ট্যান্ডের দিকে রওনা হন। পাঁচ্চর থেকে বাসযোগে টঙ্গী যাওয়ার কথা ছিলো তার। সঙ্গে তার ভায়রা জাহিদ ছিলেন। এ সময় তার মোটরসাইকেলটি শিবচর-মাদারীপুর আঞ্চলিক সড়কে শিবচরের শেখপুর মৃর্জারচর নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থাকা দুজন গুরুতর আহত হন। পরে কামরুজ্জামানকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আহত জাহিদকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শিবচর ফায়ার সার্ভিসের লিডার তরুনুর রশিদ খান বলেন, ‘ভোরে আমরা খবর পেয় ঘটনাস্থলে যাই। সেখান থেকে এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার তাকে মৃত বলে জানান।’

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘সকালে একজনকে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে এখানে নিয়ে আসে। তবে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।’