স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন জাহাঙ্গীর আলম

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান। তবে দলীয় মনোনয়নপত্র জমা দিলেও এই নির্বাচনে লড়তে দলের টিকিট পাননি গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলম। তবে জনগণের ইচ্ছের ওপর ভর করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। 

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় গাজীপুরসহ পাঁচ সিটির মেয়র পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়।

দলীয় মনোনয়ন না পেয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘গাজীপুরে আমার জন্ম। আমি গাজীপুরেই বড় হয়েছি। গাজীপুরের মানুষ এবং ভোটাররা আমাকে যেভাবে চায়, সেভাবেই আমি চলবো।’ আপনি নির্বাচন করবেন কি না এ প্রশ্নে তিনি বলেন, ‘আমি গাজীপুরের মানুষের বাইরে যাবো না। তারা যদি চায়, আমি নির্বাচনে অংশ নেবো।’

তিনি আরও বলেন, ‘পরিবেশ পরিস্থিতি যেদিকে যায় আমিও সেদিকে অগ্রসর হবো। গাজীপুরের সন্তান হিসেবে গাজীপুরের জনগণ ও ভোটাররা যদি চায়, আমি তাদের পাশে থাকবো। গাজীপুরের মানুষ চাইলে আমি নির্বাচনে অংশগ্রহণ করবো।’

এদিকে মনোনয়ন পাওয়া আজমত উল্লাহ খান ছাড়াও এই সিটির নির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন আরও ১৫ জন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ মে। আগামী ২৫ মে ভোটগ্রহণ হবে।

গাজীপুর জেলা নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, এই সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩ জন।