ক্যারাম খেলা নিয়ে ঢাকায় বিরোধ, ঈদে বাড়িতে গিয়ে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ক্যারাম খেলা নিয়ে পূর্ববিরোধের জেরে ইব্রাহিম মিয়া (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রায়টুটি ইউনিয়নের গোয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম মিয়া ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘ইব্রাহিম মিয়া ঢাকার নিমতলী এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন। নিমতলীতে থাকেন একই এলাকার ধন মিয়ার ছেলে মো. রাজন। সেখানে অবস্থানের সময় ক্যারাম খেলা নিয়ে ইব্রাহিম মিয়ার সঙ্গে রাজনের কথা কাটাকাটি হয়। গত বৃহস্পতিবার ঈদ উপলক্ষে তারা নিজেদের বাড়িতে আসেন। শনিবার সকালে ঈদের নামাজ শেষে ইব্রাহিম শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে রাজন ও তার ভগ্নিপতিসহ ২০-২৫ জন ইব্রাহিমকে পিটিয়ে জখম করেন। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’