কৃষকলীগের সমাবেশ মঞ্চ ভেঙে পড়ে গেলেন নেতাকর্মীরা

গাজীপুরের কাপাসিয়ায় কৃষকলীগের সমাবেশ মঞ্চ ভেঙে নেতাকর্মীরা পড়ে গেছেন। মঞ্চ ভেঙে যাওয়ায় বৃষ্টিতে ভিজে নিচে দাঁড়িয়ে বক্তব্য দেন কৃষকলীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দসহ উপস্থিত নেতৃবৃন্দ।

সোমবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় কাপাসিয়া উপজেলা কৃষকলীগের উদ্যোগে শহরের ধান বাজারে তৃণমূল কৃষকলীগকে সু-সংগঠিত করা ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কৃষক সমাবেশের আয়োজন করা হয়।

মঞ্চ ভেঙে যাওয়ার বিষয়ে কাপাসিয়া কৃষকলীগের সভাপতি সুলতান উদ্দিন বলেন, ‘মঞ্চের পেছনে দুইটা খুঁটি নরম ছিল। মঞ্চ পেছনের দিকে কাত হয়ে পড়েছে। কাত হয়ে পেছনের একটা ভবনের সিঁড়িতে গিয়ে ঠেকছে। এতে কেউ হতাহত হয়নি।’

কৃষকলীগের সভাপতি সমীর চন্দ বলেন, ‘কৃষক মাথার ঘাম পায়ে ফেলে বৃষ্টিতে ভিজে ফসল উৎপাদন করে, মানুষের মুখে অন্য তুলে দেয়- বিএনপি জামায়াত ক্ষমতায় এসে তখন সেই কৃষককে গুলি করে হত্যা করে। ১৯৯৫ সালে পয়সা দিয়ে সার কিনতে গিয়েছিল, তখন ১৮ কৃষককে হত্যা করেছিল তারা। আবার ২০০৪ সালে কানসাটে কৃষক সমাজ মৌসুমি সেচের জন্য বিদ্যুতের দাবি করেছিল। সেই বিএনপি জামায়াত ২৪ কৃষককে গুলি করে হত্যা করেছিল। তারা কৃষককে প্রধান শত্রু মনে করে।’

সেখানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কৃষকলীগের সভাপতি সমীর চন্দ, সহ-সভাপতি এস এম আকবর আলী চৌধুরী, কৃষকলীগ মহিলা বিষয়ক সম্পাদক রুমানা আলী টুসি, জেলা সভাপতি আতিকুর রহমান লিটন, উপজেলা সভাপতি সুলতান উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা প্রধান বক্তব্য রাখেন।