জঙ্গি সংগঠন শারক্বীয়ার আমিরসহ ৩ জন রিমান্ডে

মুন্সীগঞ্জের লৌহজং থেকে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমির আনিসুর রহমানসহ গ্রেফতার তিন জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৬ জুলাই) সাড়ে ১২টার দিকে শুনানি শেষে জেলার আমলি আদালত-৩-এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার আসামিদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা লৌহজং থানার পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, আসামিদের ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছিল। বিচারক পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের ইন্সপেক্টর জামাল হোসেন জানান, সোমবার (২৪ জুলাই) ভোরে লৌহজং উপজেলার বড় নওপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় র‍্যাব। পরে সেখান থেকে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমির আনিসুর রহমানসহ তিন জনকে আটক করা হয়। এ সময় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী বই ও নগদ অর্থ জব্দ করা হয়।

তিনি আরও জানান, পরে তাদের বিরুদ্ধে লৌহজং থানায় মামলা করে পুলিশ। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন করা হয়।