মাদারীপুরের কালকিনি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই এইচ এম সবুরের বিরুদ্ধে মেজো ভাই কবির হাওলাদারকে (৬০) গলা কেটে হত্যার অভিযোগ করেছেন স্বজনেরা।
নিহত কবির হাওলাদার পৌর এলাকার দক্ষিণ জনারদন্ধি গ্রামের আলতাজ উদ্দিন হাওলাদারের মেজো ছেলে। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় পৌর এলাকার দক্ষিণ জনারদন্ধি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কবির হাওলাদারের সঙ্গে ছোট ভাই মুহুরি (আইনজীবীর সহকারী) এইচ এম সবুরের বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়ের মাঝেমধ্যে ঝগড়া হতো। শনিবার সন্ধ্যায় বিরোধপূর্ণ জমি নিয়ে উভয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সবুর ক্ষুব্ধ হয়ে মেজো ভাই কবিরকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। স্থানীয়রা কবিরকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান আনিস বলেন, ‘সবুর প্রকাশ্যে তার মেজো ভাই কবিরকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে।’
কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’