মুন্সীগঞ্জে ট্রলারডুবি: আরেক শিশুর লাশ উদ্ধার, মৃত্যু বেড়ে ১০

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় মাহিদ (৫) নামের আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ জনে।

সোমবার (৭ আগস্ট) বিকাল ৫টার দিকে দুর্ঘটনাস্থলের অদূরে ভাসমান অবস্থায় এই শিশুর লাশ উদ্ধার করা হয়। 

এই নিয়ে আজ ওই দুর্ঘটনায় নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ রয়েছে এক শিশু। 

মুন্সীগঞ্জ লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কায়েস আহমেদ জানান, বিকাল ৫টার দিকে ঘটনাস্থল থেকে কিছুটা ভাটিতে আরেক শিশুর লাশ উদ্ধার হয়। স্বজনের দাবি অনুযায়ী আরও এক শিশু নিখোঁজ রয়েছে। ওই শিশুর সন্ধানে তল্লাশি অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএ-এর টিম।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিখোঁজ শিশুর সন্ধানে ঘটনাস্থলে কাজ করছে উদ্ধারকারী দল।

উল্লেখ্য, শনিবার রাত ৮টার দিকে লৌহজং উপজেলা খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ৪৬ যাত্রী নিয়ে ডুবে যায় পিকনিকের ট্রলার। ওই দিনই আট জনের লাশ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয় ৩৪ জনকে। নিখোঁজ থাকে তিন শিশু। এর মধ্যে আজ দুই জনের লাশ পাওয়া গেছে।