থানার এসি-সোফা-টেলিভিশন বাসায় নেওয়ায় ওসিকে ডেকেছেন সহকারী পুলিশ সুপার

বদলির আদেশ পাওয়ার পর থানার এসি, টেলিভিশন, আইপিএস ও সোফাসেট বাসায় নিয়ে যাওয়ার ঘটনায় টাঙ্গাইলের ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) বিকালে কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফুল হক নিজ কার্যালয়ে ডেকে এ বিষয়ে ওসিকে জিজ্ঞাসাবাদ করেছেন। একই বিষয়ে ভূঞাপুর থানার পুলিশ সদস্য উদয় চন্দ্র রায়, পুলিশ সোর্স আরিফ খান ও ভ্যানচালক টুটুলকে জিজ্ঞাসাবাদ করেছেন তিনি।

তবে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিনা, তা জানতে চাইলে পরিষ্কার করে কিছুই জানাননি সহকারী পুলিশ সুপার শরিফুল হক।

জিজ্ঞাসাবাদ শেষে সহকারী পুলিশ সুপারের কার্যালয় থেকে বেরিয়ে ভ্যানচালক টুটুল বলেন, ‘আমি ভ্যানচালক। আমাকে থানা থেকে মালামাল নেওয়ার জন্য ডাকা হয়েছিল। পুলিশ সদস্য উদয় ও সোর্স আরিফ মালামাল ভ্যানে তুলে দিয়েছেন। আমি তাদের বলে দেওয়া নির্ধারিত স্থানে মালামাল পৌঁছে দিয়েছি। এই কথা সহকারী পুলিশ সুপারকে বলেছি।’

পুলিশ সোর্স আরিফ খান বলেন, ‘সহকারী পুলিশ সুপার এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। তিনি আমার কথা শুনেছেন। সেখানে ওসি ফরিদুল স্যার, উদয় ও ভ্যানচালক উপস্থিত ছিলেন। আমরা একসঙ্গে সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছি। তিনি আমাদের তিন জনকে একই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন।’

এ ব্যাপারে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার শরিফুল হক বলেন, ‘ঘটনার এখনও তদন্ত চলছে। বদলিকৃত ওসিসহ যাদের নাম সংবাদ মাধ্যমে এসেছে, তাদের সঙ্গে কথা বলেছি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিনা জানতে চাইলে শরিফুল হক বলেন, ‘আমি অসুস্থ, পরে কথা বলবো’ বলে ফোনের সংযোগ কেটে দেন। এরপর একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন বলেন, ‘তদন্ত কমিটি গঠনের বিষয়টি আমার জানা নেই। আমি এখন বাইরে আছি, পরে কথা বলবো।’

এ বিষয়ে জানতে জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলামকে বদলি করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পরদিন ২৫ আগস্ট থানার এসি, টেলিভিশন, আইপিএস ও সোফাসেট নিজের দাবি করে খুলে সরকারি কোয়ার্টারে নিয়ে যান ওসি। নিজের বলে দাবি করলেও এসব মালামাল অনুদান ও উপহার হিসেবে বালুমহাল কমিটিসহ বিভিন্ন ব্যক্তি দিয়েছেন বলে জানা গেছে। থানা থেকে এগুলো খুলে নেওয়ায় বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। 

আরও পড়ুন: বদলির আদেশ পেয়ে থানার এসি-সোফা-টেলিভিশন বাসায় নিয়ে গেলেন ওসি