রাজবাড়ীতে কেমিক্যাল কারখানায় আগুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় একটি কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে। শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের পাশের হেডরন কেমিক্যাল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

হেডরন কেমিক্যাল কারখানার ফ্লোর ম্যানেজার মো. জাহিদ হোসেন বলেন, ‌‘কারখানায় তিন-চার ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ব্রয়লারে হিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানায় ইলেকট্রনিকস সিট তৈরি করা হয়। অগ্নিকাণ্ডের পরপরই কারখানার সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গোয়ালন্দ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে আগুনে পুড়ে ১৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।’

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, ‘সন্ধ্যা সোয়া ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।’