নারায়ণগঞ্জে গণসংহতি আন্দোলনের নেতার ওপর হামলার অভিযোগ

নারায়ণগঞ্জ জেলা গণতন্ত্র মঞ্চ ও গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

তরিকুল সুজন দাবি করেন, ‘রাত সাড়ে ৮টার দিকে আমি কলেজ রোড এলাকায় একটি রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিলাম। এর মধ্যে বৃষ্টি শুরু হলে রেস্তোরাঁর নিচতলায় অবস্থান করি। এ সময় দুই ব্যক্তি আমার হাত ধরে অকথ্য ভাষায় গালাগাল দিয়ে বলে, ‘‘বেশি বাইরা গেছস, কার নামে কী কস বুঝোস না।’’ এগুলো বলেই আমাকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে শুরু করে। এক পর্যায়ে আমি দৌড়ে রেস্তোরাঁর ভেতরে গিয়ে আশ্রয় নিই। এ সময় তারা পুনরায় মারধরের হুমকি দিয়ে চলে যায়।’

হামলাকারী কারা এবং কেন এই হামলা করা হয়েছে- এই প্রশ্নে তিনি বলেন, ‘হামলাকারীদের আমি চিনতে পারিনি। তাদের আগে কখনও দেখেছি বলে মনে পড়ছে না। তবে গত ১৫ সেপ্টেম্বর একজন স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে বক্তব্য দেওয়ার কারণে এই হামলা ঘটনা ঘটে থাকতে পারে। এই ঘটনায় থানায় জিডি করা হবে।’

ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম মিয়া বলেন, ‘এ বিষয়ে কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে হামলার ঘটনায় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার পর রাতেই নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করে গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রেসক্লাব থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে সাধু পোলের গির্জার সামনে গিয়ে শেষ হয়।