৫ মিনিটের জন্য ঘরের বাইরে গেলেন মা, ফিরে দেখেন শিশুসন্তান চুরি হয়ে গেছে

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় আব্দুর রহমান আযান নামে দুই মাসের এক শিশুসন্তান ঘর থেকে চুরি হয়ে গেছে। বিশেষ প্রয়োজনে ৫ মিনিটের জন্য ঘরের বাইরে গিয়েছিলেন মা; ফিরে দেখেন শিশুসন্তান নেই।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পৌরসভার গোপালনগর এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুর রহমান আযান ফতুল্লার আলিগঞ্জ এলাকার অটোরিকশাচালক মো. শরীফের ছেলে। স্ত্রী-সন্তান নিয়ে গোপালনগর এলাকায় শ্বশুর মোহন মিয়ার বাড়িতে থাকতেন শরীফ। এ ঘটনায় দুপুরে সদর থানায় লিখিত দিয়েছেন শিশুটির মামা মো. মোক্তার হোসেন।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, সকালে আযানকে ঘরের মধ্যে খাটে রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে ৫ মিনিটের জন্য বাইরে যান মা শ্রাবণী বেগম। এ সময় ঘরে অন্য কেউ ছিল না। বাড়ির অন্যরা নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। বাইরে থেকে ঘরে এসে মা দেখেন শিশুটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও সন্তানকে পাননি মা।

মামা মোক্তার হোসেন বলেন, ‘আমাদের সঙ্গে কারও কোনও বিরোধ ছিল না। আশপাশের কেউ হয়তো আমার ভাগনেকে চুরি করে নিয়ে গেছে। তাকে উদ্ধারের জন্য পুলিশের কাছে অনুরোধ জানাই।’

শ্রাবণী বেগম বলেন, ‘সকাল ৭টার দিকে ছেলেকে খাবার খাইয়ে খাটের ওপর রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে ৫ মিনিটের জন্য বাইরে যাই। ফিরে এসে দেখি সন্তান নেই। ছেলেকে ফিরে পেতে পুলিশের সহযোগিতা চাই।’

সদর থানার (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। একইসঙ্গে চুরি হওয়া শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।’