কটিয়াদীতে পানিতে ডু্বে তিন শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পৃথক পৃথক স্থানে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মসূয়া ইউনিয়ন ও দড়িচরিয়াকোনায় এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (১৪ অক্টোবর) কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহাদত হোসেন ও কটিয়াদী পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সুমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তারা জানান, মৃত শিশু মোহাম্মদ (৪) কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। অন্যদিকে পৌরসভার দড়িচরিয়াকোনা এলাকায় মৃত্যু হয় সুমন মিয়ার মেয়ে হালিমা (৭) এবং বাচ্চু মিয়ার মেয়ে মৃত্তি (৮)। মৃত্যুর ঘটনায় ওই সব এলাকায় শোকের ছায়া নেমেছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার সকালে বাড়ি থেকে খেলতে বের হয় মসূয়া এলাকার শিশু মোহাম্মদ। পরিবারের লোকজন তাকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে কটিয়াদী পৌরসভার দড়িচরিয়াকোনা এলাকার কদমতলী মসজিদ সংলগ্ন পুকুরে দুপুরে গোসল করতে নামে হালিমা ও মৃত্তি। পরে স্থানীয় লোকজন পুকুরে শিশুদের ভাসতে দেখে স্বজনদের খবর দেয়। খবর পেয়ে স্বজনরা তাদেরকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুটি শিশুকেই মৃত ঘোষণা করেন।