মাদারীপুরে দুই নারীর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরে পারুল (২৫) ও সাগরিকা (২০) নামে দুই নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও দুজনকে।

শনিবার (১৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে মাদারীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় লুৎফর রহমান মোল্লার বাসার চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।

নিহত পারুল ডাসার উপজেলার বালিগাঁও এলাকার ইয়াদ আলী মাতব্বরের স্ত্রী এবং সাগরিকা মাদারীপুর শহরের বটতলা এলাকার মজিবুর রহমানের স্ত্রী। নিহত ওই দুজন সম্পর্কে বান্ধবী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। পরে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাগরিকা নামে এক নারীকে। এ ছাড়া অসুস্থ অবস্থায় সাগরিকার বান্ধবী পারুলসহ আরও দুই নারীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পারুলকে মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে, এখনও বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার করা সম্ভব হয়নি।

বাসার কেয়ারটেকার হেলাল সরদার বলেন, ‘রাত তখন আড়াইটা বাজে। বাসার ওই তলায় অনেক চেঁচামেচি শুনতে পাই। পরে আমি সেখানে যাই। দেখি একজন মরে গেছে। আরও কয়েকজন অসুস্থ।’

এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, চলতি মাসের পয়লা অক্টোবর সাগরিকা তার মেয়ে, ভাই ও মামাকে নিয়ে ওই বাসায় ভাড়া ওঠেন। শনিবার রাতে বাসায় আসে অপরিচিত আরও ৩-৪ জন নারী। পরে এই ঘটনা ঘটে। এরপর থেকে অপরিচিতদের কোনও হদিস পাওয়া যাচ্ছে না।

মাদারীপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ মাহমুদ বলেন, ‘গভীর রাতে আমাদের এখানে চার থেকে পাঁচ জন নারীকে ভর্তি করা হয়। এদের মধ্যে দুজন আগেই মারা গেছেন আর দুজনের অবস্থা আশঙ্কাজনক। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী ঘটনাস্থল পরির্দশন করেছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।