প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ূনের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শোক জানিয়েছেন। এক বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দীন আবুল মিয়ার স্ত্রী ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ূনের মা জরিনা আক্তার দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যানসারসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৫ অক্টোবর) সকাল ৭টার দিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ৯ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-পরিজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার বিকাল ৪টার দিকে তাঁর নিজ বাড়িতে মরদেহ এসে পৌঁছায় ঈদগাহ মাঠে। এ সময় কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও সাধারণ জনগণ ছুটে আসেন জানাজায় অংশ নিতে।
পরে জেলার হোসেনপুর উপজেলার নতুন বাজার ঈদগাহে বিকালে জানাজায় কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তার পরিবার, স্বজন ও এলাকাবাসী চোখের জলে বিদায় জানান। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।