ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে বিস্ফোরক দ্রব্য ফেলে রাখার তথ্য পেয়েছে পুলিশ

রাজধানীতে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচির উত্তেজনার মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে বিস্ফোরক দ্রব্য ফেলে রাখার তথ্য পেয়েছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) দুপুরে ঢাকার প্রবেশপথ সাইনবোর্ড এলাকায় পুলিশের চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

পুলিশ সুপার বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে বিস্ফোরক দ্রব্য জাতীয় কিছু বস্তু রয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। সেটির সত্যতা যাচাইয়ের জন্য ফতুল্লা ও সদর থানার ওসিকে ঘটনাস্থলে পাঠিয়েছি।’

তিনি আরও বলেন, ‘কেউ যাতে ঢাকায় বিস্ফোরক দ্রব্য নিয়ে প্রবেশ করতে না পারে এবং নাশকতা ঘটাতে না পারে, তা নিয়ে কাজ করছি আমরা।’

চেকপোস্ট বসিয়ে তল্লাশির বিষয়ে তিনি বলেন, ‘এটি আমাদের নিয়মিত কাজের অংশ। তবে এটা আগের চেয়ে কিছুটা বেড়েছে। কারণ, আপনারা জানেন আজ ঢাকায় দুটি দলের সমাবেশ। সমাবেশ ঘিরে কেউ যেন নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য আমরা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য এটি করছি।’

পুলিশ সুপার আরও বলেন, ‘সাধারণ মানুষের ভোগান্তির কোনও খবর আমাদের কাছে আসেনি। এখন পর্যন্ত আমাদের চেকপোস্টে কাউকে আটক করা হয়নি।’

এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শনিবার সকাল থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির এবং বায়তুল মোকারমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশ চলছে। একই দিনে জামায়াতে ইসলামী মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ ডেকেছে। এ অবস্থায় রাজধানীসহ আশপাশের জেলাগুলোতে উত্তেজনা বিরাজ করছে।