নিখোঁজের ২ দিন পর ডোবায় মিললো যুবকের লাশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের দুই দিন পর আতিকুল ইসলাম (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ফতুল্লার আলীগঞ্জ এলাকার একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়। 

এর আগে বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বিকালে নিজের দোকান থেকে বের হয়ে নিখোঁজ হন। আতিকুল ইসলাম ফতুল্লা থানার আলীগঞ্জ এলাকার ইকবাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া বশির হাওলাদারের ছেলে। ওই এলাকায় একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের এজেন্ট ছিলেন তিনি।  

আতিকুলের বাবা বশির হাওলাদার বলেন, ‘গত বৃহস্পতিবার বিকালে সম্রাট নামের একজন ৫০ হাজার টাকা দেওয়ার জন্য ফোন করে আতিকুলকে দোকান থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে আতিকুল নিখোঁজ ছিল। নিখোঁজের রাতে আতিকুলকে একাধিকবার কল করার পর একবার ধরে বলে, মাহফিলে আছে। আমার ধারণা, ঘাতকরা জিম্মি করে আমার ছেলের টাকা লুটে নেওয়ার জন্য তাকে দিয়ে মাহফিলে থাকার কথা বলিয়েছিল। পরে টাকা লুট করে নিয়ে গলায় ও পেটে ছুরিকাঘাত করে হত্যার পর লাশ ডোবায় ফেলে দেয়। নিখোঁজের রাতে ফতুল্লা মডেল থানায় জিডি করতে গিয়েছিলাম। ওই রাতে পুলিশ জিডি নেয়নি। শুক্রবার সকালে গিয়ে জিডি করি। আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের গ্রেফতার ও বিচারের দাবি জানাই।’

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি নুরে আযম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।’