দাদার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের টান ভিটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুই ভাইয়ের মৃত্যুতে ওই গ্রামে শোকের ছায়া নেমেছে। 

মৃতরা হলো ভিটিপাড়া গ্রামের আল আমিনের বড় ছেলে তামীম আহম্মেদ (৭) এবং ছোট ছেলে ইসমাইল হোসেন ইউসুফ (৫)। বরমী ইউনিয়ন পরিষদের সদস্য মারুফ হোসেন মুক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুদের মা ফাতেমা আক্তার বলেন, দুই ছেলেকে নিয়ে স্বামীর সঙ্গে শ্রীপুরের রাজেন্দ্রপুরে ভাড়া বাসায় থাকি। দেড় মাস আগে ছেলেদের নিয়ে রাজেন্দ্রপুর থেকে টান ভিটিপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসি। রবিবার দুপুরে শিশুদের দাদি পাশের বাড়িতে যান। এ সময় দুই ভাই খেলতে বের হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের মাছের প্রজেক্টের পাড় দিয়ে যাওয়ার সময় পানিতে পড়ে ডুবে যায় তারা। পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, ‌‌‘দুই শিশুকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।’