নারায়ণগঞ্জে ছিনতাইকালে পিটুনিতে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইয়ের অভিযোগে কৃষ্ণা (৩২) নামের এক যুবককে কয়েকজন মিলে পিটুনি দিয়েছে। এতে সে ঘটনাস্থলে মারা যায়। শনিবার (২৫ নভেম্বর) রাতে দেওভোগ মাদ্রাসা এলাকার পূর্বনগর গলিতে এ ঘটনা ঘটে।

নিহত কৃষ্ণা ফতুল্লা মাসদাইর গুদারাঘাট এলাকার গিরি চন্দ্র সেনের ছেলে। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, নিহত কৃষ্ণাসহ তার সঙ্গে থাকা দুই সহযোগী এক পথচারীকে আটকে ছিনতাই করার সময় তার চিৎকারে আশপাশের পথচারী ও এলাকাবাসী এগিয়ে আসে। এতে তারা তিন জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কয়েকজন ধাওয়া দিয়ে কৃষ্ণাকে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে অপর দুই ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) কাজী মাসুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে নিহত কৃষ্ণাসহ অপর দুই ছিনতাইকারী ছিনতাইকালে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে ধাওয়া দিয়ে কৃষ্ণাকে আটক করে এবং পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়। নিহত কৃষ্ণার নামে ফতুল্লা মডেল থানায় আটটি ছিনতাইয়ের মামলা রয়েছে। সে একজন পেশাদার ছিনতাইকারী। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’