১৫ ঘণ্টা পর কিশোরগঞ্জ-ঢাকা রেল যোগাযোগ স্বাভাবিক

কটিয়াদী উপজেলার গচিহাটা স্টেশনে লাইনচ্যুত কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন ও তিনটি বগিকে উদ্ধার শেষে প্রায় ১৫ ঘণ্টা পর কিশোরগঞ্জ-ঢাকা রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রবিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১০টার দিকে ময়মনসিংহের ঈশ্বরদী ও ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে সকাল ৭টা পর্যন্ত কাজ শেষ করে সাড়ে ৭টা থেকে লাইন ক্লিয়ার করা হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে দীর্ঘ সময় রেল যোগাযোগ বন্ধ থাকায় ময়মনসিংহের উদ্দেশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি সরারচর স্টেশনে নিয়ে ইঞ্জিন ঘুরিয়ে রাতেই চট্টগ্রামের দিকে যাত্রা করেছে। আর এগারসিন্দুর প্রভাতি ট্রেনটি ঢাকা থেকে এসে কটিয়াদি উপজেলার মানিকখালী স্টেশনে রাতে যাত্রাবিরতি করে। পরে সকালে সেখান থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ ছাড়া দুর্ঘটনাকবলিত কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিও বিকাল ৪টায় কিশোরগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। বর্তমানে ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশনে অবস্থান করছে।

প্রসঙ্গত, শনিবার (২৫ নভেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা স্টেশনে প্রবেশের সময় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি পয়েন্ট ভুলে দাঁড়িয়ে থাকা ময়মনসিংহের উদ্দেশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনে ওঠে যায়। তখন চালক দ্রুত ব্রেক কষলে কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় দুই ট্রেনের বহু যাত্রী ভোগান্তিতে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।