ডুবে যাওয়া ট্রলারে মোটরসাইকেল পাওয়া গেলেও মেলেনি নিখোঁজ ব্যক্তিকে

মুন্সীগঞ্জের টংগীবাড়ি এলাকায় পদ্মার শাখা নদীতে একটি ট্রলার ডুবে গেছে। এই ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ।

রবিবার (১৭ ডিসেম্বর) ভোর থেকে উদ্ধারকাজ শুরু হওয়ার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে সকাল ৯টার দিকে অভিযান শুরু হয়। এ সময় ট্রলার থেকে ডুবে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করে ডুবুরি দল।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খেয়া পারাপারের ওই ট্রলারটি নদীর অপরপ্রান্তের পদ্মার চর থেকে হাসাইল বাজারে আসার পথে একটি বাল্কহেডের ধাক্কায় অন্তত ৪০ জন যাত্রী নিয়ে উপজেলা হাসাইল এলাকায় পদ্মার শাখা নদীতে ডুবে যায়। ঘটনার পরপরই দুই জনের লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

ধাক্কা দেওয়া বাল্কহেডটি রেখেই পালিয়ে যায় চালক ও স্টাফরা। পরে বাল্কহেডটি টংগীবাড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে জব্দ করে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্ঘটনার পর ট্রলারের অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে এই ঘটনায় কেউ নিখোঁজ রয়েছে কি না তা নিশ্চিত করতে রাতে তল্লাশি অভিযান পরিচালনা করে স্থানীয় ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের টিম।

এ বিষয়ে টংগীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন জানান, রবিবার ভোর থেকে উদ্ধারকাজ শুরু করার কথা থাকলেও কুয়াশার কারণে বিলম্বে সকাল ৯টার দিকে কাজ শুরু হয়েছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছে বলে স্বজনরা দাবি করছেন।