জামিনে কারামুক্ত ইভ্যালির রাসেল

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেল সুপার শাহজাহান আহমেদ।

তিনি বলেন, ‘ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল একাধিক মামলায় এই কারাগারে বন্দি ছিলেন। তার সব মামলায় জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।’

২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে ইভ্যালির তৎকালীন সিইও মো. রাসেল ও তৎকালীন চেয়ারম্যান শামীমা নাসরিনকে (রাসেলের স্ত্রী) গ্রেফতার করা হয়। এরপর চেক জালিয়াতি, টাকা নিয়ে পণ্য না দেওয়াসহ বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে সারাদেশে অনেকগুলো মামলা হয়। গত বছরের ৬ এপ্রিল শামীমা নাসরিন জামিনে মুক্তি পেলেও এতদিন কারাগারে ছিলেন রাসেল।