বাবার জন্য ভোট চাইতে লন্ডন থেকে মানিকগঞ্জে ইলমা

লন্ডনের ব্রুনেল ইউনিভার্সিটিতে অর্থনীতিতে পড়ুয়া শিক্ষার্থী দেওয়ান ইলমা আহমেদ তার বাবার জন্য ভোট চাইতে লন্ডন থেকে মানিকগঞ্জে এসেছেন।

মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদরের তিন ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বাবা দেওয়ান জাহিদ আহমেদ টুলুর ট্রাক মার্কায় ভোট চাইতে লন্ডন থেকে মানিকগঞ্জে এসেছেন তিনি।

সোমবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিংগাইর পৌর এলাকার আজিমপুর মহল্লায় বাবার নির্বাচনি প্রচারণা সভায় মা সিলভী আহমেদকে সঙ্গে নিয়ে ভোটারদের কাছে ভোট চান দেওয়ান ইলমা আহমেদ।

প্রচারণা সভায় বাবার সততা, কর্মক্ষমতা ও এলাকার মানুষের প্রতি গভীর ভালাবাসার কথা তুলে ধরেন ইলমা। এ সময় তিনি বলেন, আমার বাবা একজন পরিশ্রমী মানুষ। তিনি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে বয়স্ক মানুষকে মা-বাবার সম্মান, সমবয়সীদের ভাই-বোন আর শিশুদের বাবার মতো আদর-স্নেহ দিয়ে আগলে রাখবেন।

নিজ পরিবারের চেয়েও বিগত সময়ে এলাকার মানুষের জন্য তার বাবার (টুলু) অবদানের কথা উল্লেখ করে ইলমা। এ সময় সবার ভালোবাসা ও দোয়া চেয়ে আগামী ৭ জানুয়ারি তার বাবাকে ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান দেওয়ান ইলমা আহমেদ।

সাবেক পৌর মেয়র সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মীর মো. শাহজাহানের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর মো. সমেজ উদ্দিনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-ইলমা আহমেদের বাবা স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হাজি আব্দুল মাজেদ খান, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শারমিন আক্তার, বায়রা ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, জয়মন্টপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহাদৎ হোসেন, চান্দহর ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন বাদল, জামির্ত্তা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা, সায়েস্তা ইউপির সাবেক চেয়ারম্যার মো. আবু বককর সিদ্দিক প্রমুখ।