শরীয়তপুরে ভোররাতে ভোটকেন্দ্রে দুর্বৃত্তের আগুন

শরীয়তপুরের নড়িয়ায় চরমোহন সুরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বড় কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে বেশ কয়েকটি বেঞ্চ পুড়ে যায়।

আগুনের খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ছাড়াও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চরলাউলানি বাড়ৈপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোররাতে একদল দুর্বৃত্ত নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ৬৫ নম্বর চরমোহন সুরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে জানালা দিয়ে আগুন দেয়। আগুনে বিদ্যালয়টির কয়েকটি বেঞ্চ পুড়ে যায়। স্থানীয়রা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে সামান্য ক্ষতি হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনসার মাঝি জানান, বাড়ৈপাড়া কেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা করেছে, তবে দিতে পারেনি।

ঘড়িষার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব বলেন, ‘ভোররাত প্রায় ৫টার দিকে একদল দুর্বৃত্ত নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড চরমোহন সুরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চরলাউলানি বাড়ৈপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র দুটিতে আগুন দিতে এলে খবর পেয়ে অতিদ্রুত ঘটনাস্থলে এসে এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করি। আমাদের সকলের সম্মিলিত চেষ্টায় দুর্বৃত্তরা সফল হতে পারেনি। তবে সামান্য কিছু আগুন জ্বলেছিল তা আমরা নিভিয়ে ফেলি।’

শরীয়তপুর পুলিশ সুপার মো. মাহবু্বুল আলম বলেন, ‘রাতের আঁধারে একটি কেন্দ্রে জানালার গ্লাস ভেঙে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। অন্য কেন্দ্রে আগুন দেওয়ার কথা শুনিনি। ঘটনাস্থলে সকালে আমাদের পুলিশ পরিদর্শন করে এসেছে। তদন্ত করা হচ্ছে, কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’