নির্বাচনের দিন কুপিয়ে হত্যা: সাবেক মেয়রসহ ১৫ জনকে আসামি করে মামলা

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় রিকাবিবাজার ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রায় ১০০ ফুট দূরে নৌকার সমর্থক ও মিরকাদিম পৌর শ্রমিক লীগের সহসভাপতি জিল্লুর রহমানকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগে মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহীদুল ইসলাম শাহীনসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় নিহতের স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে মামলাটি করেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, ১৫ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। তবে আসামিদের কাউকে এখনও গ্রেফতার করা যায়নি।

রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ঘটনার পরপরই নিহতের স্ত্রী রেহেনা বেগম ও কন্যা মৌমিতা অভিযোগ করেন, মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শাহীন, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. লিটন মিয়া ও তার লোকেরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নিহতের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিন জানান, নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।