X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার দুই যুবক

চাঁদপুর প্রতিনিধি
০৩ মে ২০২৫, ১০:১২আপডেট : ০৩ মে ২০২৫, ১০:১২

চাঁদপুরের কচুয়া উপজেলায় একটি মাদ্রাসা থেকে নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় মো. সুমন (৩১) ও মো. মহসিন (২৮) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ মে) দুপুরে তাদের চাঁদপুর আদালতে সোপর্দ করে কচুয়া থানা পুলিশ। সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম।

গ্রেফতার সুমন উপজেলার গোহট উত্তর ইউনিয়নের হাড়িচাইল মুন্সিবাড়ির মৃত বাবুল মিয়ার ছেলে এবং মহসিন একই বাড়ির আব্দুল হালিমের ছেলে।

অভিযোগে জানা গেছে, গত ১৭ এপ্রিল সন্ধ্যায় গৃহবধূ (৩০) তার ১০ বছরের ছেলেকে খুঁজতে বের হন। ছেলেকে খোঁজার জন্য তিনি ওই গ্রামের মুন্সিবাড়িতে গেলে অভিযুক্ত ব্যক্তিরা তার ছেলেকে পরিত্যক্ত একটি ঘরে লুকিয়ে থাকতে দেখেছেন বলে সেখানে নিয়ে যান। পরে ওই গৃহবধূকে সেখানে দুই যুবক ধর্ষণ করেন।

গৃহবধূ ধর্ষণের শিকার হয়ে সম্মানহানির ভয়ে বিষয়টি প্রথমে গোপন রাখার চেষ্টা করেন। কিন্তু কয়েকদিন পর ঘটনাটি জানাজানি হলে ওই গৃহবধূ পরিবারের লোকদের পরামর্শে ঘটনার ১৩ দিন পর ৩০ এপ্রিল থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে উপজেলার রহিমানগর নামক এলাকা থেকে দুই যুবককে গ্রেফতার করে।

গৃহবধূ পুলিশকে জানিয়েছেন, তার নিখোঁজ ছেলেকে পরে মাদ্রাসা এলাকা থেকে খুঁজে পাওয়া যায়।

এদিকে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, ‘ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদের বিরুদ্ধে মামলা করেছেন।’

ওসি আরও বলেন, ‘গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে তাদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
সাগর-রুনি হত্যাকাণ্ড: দুই জনের ডিএনএ অস্পষ্টতাসহ টাস্কফোর্সের প্রতিবেদনে নতুন তথ্য
হাতিরঝিলে বিশেষ অভিযানে গ্রেফতার ১১
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী ‘শুটার’ বিপু গ্রেফতার
সর্বশেষ খবর
শ্রমিক লীগ কর্মীকে কুপিয়ে হত্যা, লাশ দাফনের পর ককটেল হামলা
শ্রমিক লীগ কর্মীকে কুপিয়ে হত্যা, লাশ দাফনের পর ককটেল হামলা
সাগর-রুনি হত্যাকাণ্ড: দুই জনের ডিএনএ অস্পষ্টতাসহ টাস্কফোর্সের প্রতিবেদনে নতুন তথ্য
সাগর-রুনি হত্যাকাণ্ড: দুই জনের ডিএনএ অস্পষ্টতাসহ টাস্কফোর্সের প্রতিবেদনে নতুন তথ্য
পানিতে বিষাক্ত রাসায়নিক ‘পিফাস’ বেড়েছে, ঝুঁকিতে জনস্বাস্থ্য
পানিতে বিষাক্ত রাসায়নিক ‘পিফাস’ বেড়েছে, ঝুঁকিতে জনস্বাস্থ্য
আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে সহায়তা করবে রাশিয়া
আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে সহায়তা করবে রাশিয়া
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন