৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। বুধবার (১০ জানুয়ারি) মধ্যরাতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার ঘনত্ব কমে আসলে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করে। গতকাল রাতে কুয়াশা বাড়তে থাকলে পদ্মায় চলাচলরত ফেরি ও লঞ্চ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ঘন কুয়াশায় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে আটকে পড়ে যাত্রীবাহী বাসসহ শতাধিক যানবাহন। তীব্র শীত ও হিমেল বাতাসে এসব যানবাহনের যাত্রী ও চালক গাড়িতেই দুর্ভোগ পোহান।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার তীব্রতা বেড়ে গেলে রাত সাড়ে ৩ টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কুয়াশা কেটে গেলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে  ফেরি চলাচল স্বাভাবিক হয়। এ নৌপথে ছোট-বড় ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।